সেবা সমূহঃ
১। ফিজিওথেরাপী সেবা।
২। অকুপেশনাল থেরাপি।
৩। স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি।
৪। দৃষ্টি এবং শ্রবন মাত্রা নির্ণয়।
৫। ব্যাত, ব্যাথা ও প্যারালাইসিস রোগীদের সেবা।
৬। সহায়ক উপকরণ বিতরণ, পুনরবাসন ও কাউন্সিলি ং সেবা প্রদান।
৭। ভ্রাম্যমান থেরাপি ভ্যান এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় থেরাপি সেবা প্রদান।
৮। রেফারেল সেবা।
৯। অটিজম কর্নার সেবা।
১০। প্রতিবন্ধীতার ধরন নির্ণয়।
১১। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন।
১২। অটিজম সচেতনতা দিবসে নীলবাতি প্রজ্বলন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস