Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance


 

দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে ফিজিওথেরাপি  অন্যান্য চিকিত্সা সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকারের আমলে ২০০৯-২০১০ অর্থ বছরে অর্থ বিভাগের ধারণাপত্রের ভিত্তিতে প্রথমবারের মতো দেশের পাঁচটি জেলায় প্রতিবন্ধী সেবা  সাহায্য কেন্দ্র চালু করা হয়।  এপ্রিল ২০১০ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী সেবা  সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচি উদ্বোধন করেন। প্রতিবন্ধী সেবা  সাহায্য কেন্দ্রের সেবা কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসিত হওয়ায় ২০১০-২০১১ অর্থ বছরে পূর্বের পাঁচটি কেন্দ্রের কার্যক্রম নবায়ন করে আরও ১০টি২০১১-১২ অর্থ বছরে পূর্ববর্তী বছরগুলোর ১৫টি কেন্দ্রের কার্যক্রম নবায়ন করে আরও ১০টি এবং ২০১২-১৩ অর্থ পূর্ববর্তী বছরগুলোর ৩৫টি কেন্দ্র নবায়নসহ RqcyinvU জেলায় প্রতিবন্ধী সেবা  সাহায্য কেন্দ্র সম্প্রসারণ করা হয়। বর্তমানে দেশের ৬৪টি জেলা  ৩৯টি উপজেলায় ১০৩টি প্রতিবন্ধী সেবা  সাহায্য কেন্দ্র চালু রয়েছে। 

প্রতিবন্ধী সেবা  সাহায্য কেন্দ্র, Rqcyinv‡U থেকে  পর্যন্ত নিবন্ধিত সেবা গ্রহীতার সংখ্যা (New Registration) ১০,৪৭১  সেবার সংখ্যা (Service Transaction) ১,২৮,৫৫২ টি। তাছাড়া প্রতিটি কেন্দ্রে একটি করে অটিজম কর্ণার চালু করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে একটি করে প্রতিবন্ধী সেবা  সাহায্য কেন্দ্র চালু করা হবে।